মহুয়া চাবাগানের শ্রমিক আবাসে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচল দুই শিশুকন্যা
- By UJNews24 Web Desk | Last Updated 30-03-2022, 01:18:08:pm
আলিপুরদুয়ার, ৩০ মার্চঃ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল দুই শিশুকন্যা। মঙ্গলবার গভীররাতে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মহুয়া চা বাগানে। জানাগেছে, বাড়ির মালিক মহেষ মারান্ডি ও তার স্ত্রী আরতি মারাণ্ডি তাদের দুই শিশুকন্যাকে বাড়িতে রেখেই জয়ঁগাতে গিয়েছিলেন তার এক আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ খেতে। তারা রাতে বাড়ি না ফেরায় ঘরে একাই ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী নেহা মারান্ডি ও চতুর্থ শ্রেণীর ছাত্রী পুজা মারান্ডি। নেহা জানায় গভীর রাতে আমার বোনের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায় আমি দেখি ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। সেই সময় বোনকে নিয়ে কোনক্রমে ঘর থেকে বেড়িয়ে কোনক্রমে প্রানে বাচি। নিমেষেই আমাদের চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। মহেশ মারাণ্ডি জানান, আজ ভোরে আমার কাছে খবর আসে আমি ও আমার স্ত্রী এসে দেখি সব কিছু শেষ। মহুয়া চা বাগানের পঞ্চায়েত সদস্য স্যামুয়েল মুণ্ডা বলেন, ভোরে অগ্নিকান্ডের খবর পাই, এসে দেখি সব কিছু শেষ। ততক্ষণে আগুন নিভে গেছে, আগে খবর পেলে হয়তঃ দমকল কে খবর দিতে পারতাম । বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে এসে তৃণমূল নেতা কিরণ শৈব জানান আমরা ঘটনাটি ব্লক প্রশাসনকে জানিয়েছি বর্তমানে এই পরিবার নিঃস্ব আমরা যথাসম্ভব তাদের সবরকম্ভাবে সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি।
