হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- By UJNews24 Web Desk | Last Updated 21-05-2022, 07:48:20:pm
আলিপুরদুয়ার, ২১ মেঃ হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমাটি এলাকার একটি হোটেলে। মৃত ব্যক্তির নাম আনন্দ মন্ডল (৩৭)। তিনি শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিনি একটি বেসরকারি হোটেলে আসেন। শনিবার হোটেলের কর্মীরা তাকে তার রুমের বাইরে থেকে ডাকলে কোনো সাড়া পায় না। হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করছে।