মাঠে বসে ছেলের খেলা দেখবেন শামির মা ৷
- By UJNews24 Web Desk | Last Updated 19-11-2023, 11:35:46:am
বিশ্বকাপ ফাইনালে নিজের খেলা দেখানোর জন্য মা-কে আহমেদাবাদে নিয়ে এলেন মহম্মদ শামি। স্বপ্ন ছিল একদিন মাকে মাঠে বসিয়ে নিজের খেলা দেখাবেন। বিশ্বকাপ ফাইনালে উঠে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। মাঠে বসে ছেলের খেলা দেখবেন শামির মা ৷ সঙ্গে এসেছেন তাঁর দাদাও।
বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে তিনি খেলতে পারেননি। দলের কম্বিনেশনের কারণে তাঁকে খেলানো যায়নি। কিন্তু টুর্নামেন্টে প্রথম একাদশে সুযোগ পেতেই কামাল করে দিয়েছেন মহম্মদ শামি ৷ এ বছরের বিশ্বকাপের এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে ৷ কেন শুরুর দিকে শামিকে খেলানো হয়নি, তা ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ রোহিত জানান, বিশ্বকাপের শুরুর দিকে খেলতে না পারা শামির কাছে কঠিন ছিল ঠিকই। কিন্তু দলের প্রয়োজনে ও সবসময়ে হাজির ছিল। সাহায্য করেছেন বুমরাহ, সিরাজকে ৷ তাই শামি কতটা টিমম্যান, এর থেকেই বোঝা সম্ভব ৷