বিজেপির মহিলা সদস্যা ও তার দুই মেয়েকে শ্লীলতা হানি ও মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
- By UJNews24 Web Desk | Last Updated 03-09-2020, 01:24:01:pm
তুফানগঞ্জ,০৩ সেপ্টেম্বর: তুফানগঞ্জ 1 নং ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের 135 নম্বর বুথের বিজেপির মহিলা সদস্যা মমতা বর্মনের বাড়িতে গতকাল বিকেলের দিকে বিজেপি কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করেন। বিজেপির কর্মী সভা সেরে সকল বিজেপি কার্যকর্তা বাড়ি চলে জান। তারপর সন্ধ্যা 7 টা নাগাদ তৃণমূলের 20 জন দুষ্কৃতী বিজেপি মহিলা সদস্যা মমতা বর্মনের বাড়িতে ঢুকে তার ছোট মেয়ে সুষমা বর্মনকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার ছোট মেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এমনকি সারা শরীরেও আঘাত করেন বলে অভিযোগ। এছাড়াও মা ও দুই বোনকেই তৃণমূলের দুষ্কৃতীরা, শ্লীলতা হানি করার চেষ্টা করেন বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আজকে সকাল 11 টা নাগাদ কোচবিহার জেলার বিজেপির সহ সভাপতি শিখা বসাক তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বিজেপির আহত মহিলা কর্মী ও তার দুই মেয়েকে দেখতে জান।
এই বিষয়ে বিজেপি সূত্রে জনাযায় যে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে পরিবার।
