বিজেপির চা বাগান সংগঠন বি টি ডাব্লু ইউ এর পক্ষ থেকে ডুয়ার্সের প্রায় প্রতিটি চা বাগানে শ্রমিকরা বিভিন্ন দাবীতে দেড় ঘণ্টা গেট মিটিং এ সামিল হল।
- By UJNews24 Web Desk | Last Updated 03-09-2020, 10:24:40:am
আলিপুরদুয়ার,০৩ সেপ্টেম্বর: বিজেপির চা বাগান সংগঠন বি টি ডাব্লু ইউ এর পক্ষ থেকে ডুয়ার্সের প্রায় প্রতিটি চা বাগানে শ্রমিকরা বিভিন্ন দাবীতে দেড় ঘণ্টা গেট মিটিং এ সামিল হল। চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা প্রদান,চা বাগানের স্টাফ ও সাব স্টাফ দের বেতন বৃদ্ধি, শ্রমিকদের নুন্যতম হাজিরা প্রদান, বেশি শতাংশ হারে পুজো বোনাস প্রদান সহ একাধিক দাবিতে এদিন ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর পক্ষ থেকে দেড় ঘণ্টা গেট মিটিং এর ডাক দেওয়া হয় ।
এদিন আলিপুরদুয়ার জেলার প্রায় প্রতিটি চা বাগানে বিটিডাব্লুইউ এর পক্ষ থেকে গেট মিটিং করা হয়।

(বিজেপির চা বাগান সংগঠন বি টি ডাব্লু ইউ এর পক্ষ থেকে ডুয়ার্সের প্রায় প্রতিটি চা বাগানে শ্রমিকরা বিভিন্ন দাবীতে দেড় ঘণ্টা গেট মিটিং এ সামিল হল।)