বনধের দ্বিতীয় দিনে তেমন প্রভাব পড়ল না কোচবিহারে।
- By UJNews24 Web Desk | Last Updated 29-03-2022, 11:31:53:am
কোচবিহার, ২৯ মার্চ: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ৪৮ ঘন্টা বনধের দ্বিতীয় দিনে তেমন প্রভাব পড়ল না কোচবিহারে। এদিন সকাল থেকেই রাস্তায় নেমেছে বেসরকারি পরিবহন। এখনও পর্যন্ত দেখা নেই বন্ধ সমর্থকের। পুলিশ মোতায়েন রয়েছে চোখে পড়ার মতন। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সরকারি বাস।

(বনধের দ্বিতীয় দিনে তেমন প্রভাব পড়ল না কোচবিহারে।)