স্বরাষ্ট্রমন্ত্রী কোচবিহারে তিন বিঘা করিডোর পরিদর্শন করেছেন

  • By UJNews24 Web Desk | Last Updated 06-05-2022, 02:12:41:pm

কোচবিহার, ০৬ মেঃ উত্তরবঙ্গে দুদিনের সফরের দ্বিতীয় দিনে কোচবিহারে তিন বিঘা করিডোর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ বিএসএফের উচ্চপর্যায়ের অফিসিয়াল বৈঠক করেন। আজ সকালে তারা বাগডোগরা থেকে বিএসএফ হেলিকপ্টারে করে তিনবিঘায় পৌঁছায়।  সকাল সাড়ে নয়টায় পৌঁছানর কথা থাকলেও তারা পৌঁছায় বেলা ১১টায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। তিনবিঘা করিডোর পরিদর্শন ছাড়াও তিনি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

 

Share this News

RELATED NEWS