৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল দাসপাড়া স্পোর্টিং ক্লাব
- By UJNews24 Web Desk | Last Updated 27-08-2021, 07:55:38:pm
নিজস্ব সংবাদদাতা, চোপড়া, 27 আগস্টঃ এলাকায় ফুটবল খেলার জনপ্রিয়তা বাড়াতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল দাসপাড়া স্পোর্টিং ক্লাব। কৃষ্ণলাল সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও ধীরেন্দ্রনাথ বিশ্বাস মেমোরিয়াল রানার্স ট্রফি। প্রথম খেলা হয় কালাবাড়ি গছ সবুজ সংঘ বনাম দাসপাড়া স্টুডেন্ট ক্লাবের মধ্যে। 2-0 গোলে খেলায় জয়ী হয় কালাবাড়ি গছ সবুজ সংঘ ক্লাব। খেলাটি অনুষ্ঠিত হয় দাসপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে। খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক রৌশন আলম, দাসপাড়া নাগরিক শান্তি রক্ষা মঞ্চের সভাপতি অমর সাহা সহ আরও অনেকে।খেলায় চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এবারে মোট আটটি দল অংশ নিয়েছেন।
তথ্য ও ছবিঃ রাজা খান, উত্তর দিনাজপুর।
