শহরে নিরাপত্তার বদলে ত্রাসের সৃষ্টি করছে সিভিক ভলেন্টিয়ার ,অভিযোগ কংগ্রেসের

  • By UJNews24 Web Desk | Last Updated 23-08-2018, 12:19:49:pm

শিলিগুড়ি ,২৩ আগস্ট : "সেভ ড্রাইভ সেভ লাইফ" -এর কর্মসূচিতে শহরের সাধারণ নাগরিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে l রাজ্যে সিভিক ভলেন্টিয়ার বলে যে নিরাপত্তা কর্মীর জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী তারাই শহরের নিরাপত্তার বদলে ত্রাসের সৃষ্টি করছে ও অভদ্রদের মতো আচরণ করছে এবং মানুষকে ভয় দেখিয়ে অবৈধভাবে প্রচুর অর্থ রোজগার করছে l এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসককে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হয় l তারা এদিন আরও বলেন , আসলে মুখ্যমন্ত্রী সুচতুর ভাবে "সেভ ড্রাইভ সেভ লাইফ" -এর অজুহাত দেখিয়ে রাজ্যের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সরবরাহ করে কোষাগারে আনছেন ,সিভিক ভলান্টিয়ারদের বেতন দেওয়ার জন্য l সেভ ড্রাইভ সেভ লাইফ হোক আমরাও চাই কিন্তু শহরের ভিতর যেখানে ১৫ -২০ কিমি স্পীডের উপর গাড়ি চালাতে কেউ পারে না ভিড়ের জন্য ,সেখানে এর কি প্রয়োজন ? ন্যাশনাল হাইওয়েতে যেখানে জোরে গাড়ি চলে সেখানে এর প্রয়োজন বেশি আছে ,আমরাও চাই সেখানে প্রশাসন সঠিক পদক্ষেপ নিক l বিশেষ করে শহরের কিছু কম বয়সী ছেলেরা যে ভাবে গাড়ি চালায় খুব ভয় হয় কখন একটা দুর্ঘটনা হবে বলে l এদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে l শহরে মাঝে মধ্যে দেখা যায় যে একদল পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে হঠাৎ করে যেকোনো জায়গায় দাঁড়িয়ে শহরে বাইক এবং গাড়িচালকদেরকে ধরছেন যেন মনে হয় কেও কোথাও চুরি বা ডাকাতি করেছেন ,এতে শহরবাসী অপমানিত বোধ করছেন l এই জিনিস অবিলম্বে বন্ধ না হলে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে l (এনএ) 
www.ujnews24.com

 

Share this News

RELATED NEWS