মাত্রও ৪৫ মিনিটে জানুন করোনা টেস্টের রিপোর্ট

  • By UJNews24 Web Desk | Last Updated 10-05-2022, 06:33:11:pm

 

ভারতে আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। এই সংক্রমণের বৃদ্ধি বন্ধ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পরীক্ষা এবং আইসোলেশন। এরই মাঝে এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে তারা আরটিপিসিআর টেস্টের একটি নতুন কিট তৈরি করেছে।

সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে তারা ডায়াগনস্টিক ফার্ম জেনিস্টুমির সঙ্গে মিলে কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট কিট চালু করেছে। সংস্থার তরফে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে যে তারা কোভিড -১৯ আরটি পিসিআর টেস্ট কিট প্রবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ডায়াগনস্টিক পণ্যগুলি বৃদ্ধি করছে।

সংস্থার তরফে ভারতে এই টেস্ট কিট বিতরণ করা হবে। আরও জানানো হয়েছে যে ICMR এই কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। জানানো হয়েছে যে এই কিটের মাধ্যমে মাত্রও ৪৫ মিনিটে পরীক্ষার ফলাফল জানা সম্ভব হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের ২২৮৮ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। সোমবারের তুলনায় ২৮.৬ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হয়েছে। সোমবার ভারতে করোনা ভাইরাসের ৩,২০৭ টি নতুন কেস পাওয়া গেছে। 

 

Share this News

RELATED NEWS