ভোটারদের প্রভাবিত করছে পুলিশ, এমনই অভিযোগ তুলে বালুরঘাটে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ সুকান্ত মজুমদার   

  • By UJNews24 Web Desk | Last Updated 26-02-2022, 03:07:15:pm

দক্ষিণ দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারিঃ  রাত পোহালেই পুরভোট।  এর মাঝেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপির এজেন্ট এবং বিজেপি কর্মীদের বাড়িতে গভীর রাতে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে এবং এতে ভয়ে রয়েছেন ভোটাররা। ভোটকে প্রভাবিত করতেই পুলিশ এরকম কাজ করছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। এছাড়াও বালুরঘাটে ভোট কে অশান্ত করতে বাইরে থেকে তৃণমূল লোকজন নিয়ে এসে বিভিন্ন হোটেলের রেখেছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে এসপিকে হোয়াটসঅ্যাপে  লিখিতভাবে জানিয়েছেন সুকান্ত মজুমদার।  ভোটের আগে বালুরঘাটের পুলিশের ভূমিকার তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।  যে সমস্ত বিজেপি কর্মী কে হুমকি দেওয়া হয়েছে, শনিবার সকালে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার।  আগামীকাল যদি কোনো কারণে ভোট লুট করার চেষ্টা হয়, পুলিশ না পারলে বিজেপি রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করবে বলেও জানিয়েছেন সুকান্ত বাবু।

About Liza Hill, Darjeeling
(ভোটারদের প্রভাবিত করছে পুলিশ, এমনই অভিযোগ তুলে বালুরঘাটে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ সুকান্ত মজুমদার   )
 

Share this News

RELATED NEWS