দক্ষিন দিনাজপুর জেলাতে সদস্য সংখ্যা বাড়াতে উদ্যোগ আম আদমি পার্টির
- By UJNews24 Web Desk | Last Updated 14-03-2022, 11:13:07:am
দক্ষিণ দিনাজপুর, ১৩ মার্চঃ প্রথমে দিল্লি, তারপরে পাঞ্জাবে বড় সাফল্য পাওয়ার পরে বাংলায় রাজনৈতিক থাবা বসাতে চলছে আম আদমি পার্টি। আপ-এর মূল স্লোগান "নোংরা রাজনীতি করতে সাফ, বাংলায় আসছে আপ"। বাংলায় সংগঠনকে মজবুত করতে সদস্য সংখ্যা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আম আদমি পার্টি। সদস্য সংগ্রহের জন্য প্রথমে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার তারপরে পোস্টারিং এবারে বাংলার বিভিন্ন জেলায় গ্রামান্তরে গলি গলি লিফলেট বিলির মাধ্যমে মানুষকে সদস্য হওয়ার আহ্বান আপ এর। আম আদমি পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা অধ্যক্ষ মৃত্যুঞ্জয় বসাক জানান, বাংলার আগামী পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। তার অভিযোগ গত পঞ্চায়েত ভোটে পশ্চিমবাংলার সাধারন মানুষ কে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট লুট করে কোনো এক রাজনৈতিক দল স্বেচ্ছাচারিতা চালিয়েছে। সেকারণেই তাদের প্রধান লক্ষ্য রাজ্যের আগামী পঞ্চায়েত ভোট।
