দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক থেকে উদ্ধার ৩০ টি টিয়া পাখি, পলাতক পাচারকারিরা
- By UJNews24 Web Desk | Last Updated 17-03-2022, 01:39:43:pm
দক্ষিণ দিনাজপুর, (কুশমান্ডি) ১৭ মার্চঃ পাচারের আগে বিএসএফের হাতে উদ্ধার হল ৩০টি টিয়া পাখি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের সাটিমারি এলাকায়। জানা গেছে, বুধবার রাতে ১৭৪ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জাওয়ানরা ৩০ টি টিয়া পাখি উদ্ধার করে। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মূলত চোরাকারবারীরা পাচারের উদ্দেশ্যে টিয়া পাখি গুলি এনেছিল। পাচার করার আগেই বিএসএফ জাওয়ানদের দেখে পাখিগুলি ফেলে রেখেই পালিয়ে যায় পাচারকারিরা। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি বৃহস্পতিবার সকালে তুলে দেওয়া হয় কুশমন্ডি ব্লকের আয়রা ফরেস্টের আধিকারিকের হাতে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই টিয়া পাখি গুলো কে আয়রা ফরেস্ট থেকে নিয়ে গিয়ে রায়গঞ্জের পক্ষী নিবাস কুলিক ফরেস্টে পাঠানো হবে।