বিয়ের চার মাসের মাথায় আত্মঘাতী এক দম্পতি
- By UJNews24 Web Desk | Last Updated 26-03-2022, 07:04:20:pm
দক্ষিণ দিনাজপুর, ২৬ মার্চঃ বিয়ের চার মাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক দম্পতির। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জামার দাস পুকুর এলাকার ঘটনা। শনিবার এলাকার একটি নিম গাছে একসাথে দুই জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম পরেশ মুর্মু (২২) এবং বেবি সরেন (১৮)। মৃত পরেশ মুরমুর বাড়ি বংশীহারী থানার জামার দাস পুকুর এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, দুজনের মধ্যে প্রায় ৪ মাস আগে ফোনে আলাপ হয়। ফোনের আলাপ বিয়েতে পরিণত হয়। পালিয়ে গিয়ে বিয়ে করলেও মেয়ের বাড়ির লোকজন কোনো ভাবে মেনে নেয় নি। ৩ মাস শ্বশুর বাড়িতে সংসার করার পরে গত বুধবার বাপের বাড়ি যায় বেবি সরেন। বৃহস্পতিবার স্ত্রীকে আনতে যায় পরেশ মুর্মু। গতকাল বিকেলে নালাগোলায় শ্বশুর বাড়ি থেকে বের হয় দুজন এবং রাতের বেলা বাড়িতে না ঢুকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরত্বে একটি গাছের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই দম্পতি। সকালবেলা মৃতের ভাই গ্রামের লোকজনের মুখে ঘটনার খবর পান। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন গ্রামের লোকজন। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।