স্বর্ণ ব্যবসায়ী খুনের বিহারের বাসিন্দা গ্রেফতারে, বিজেপির বিরুদ্ধে ফের বহিরাগত তত্ত্বে সরব তৃণমূল

  • By UJNews24 Web Desk | Last Updated 15-07-2021, 06:51:00:pm

 

দক্ষিণ দিনাজপুর, ১৫ জুলাইঃ নির্বাচনের সময় বহিরাগত তত্ত্বে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তিওড়ের স্বর্ণ ব্যবসায়ী শুট আউটের ঘটনায়, সেই বহিরাগত তত্ত্বেই আবারও সরবা হল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে, আরও একবার নির্বাচনে ভিন রাজ্যের দুষ্কৃতীদের কাজে লাগানোর অভিযোগ তোলা হয়েছে। এর পাশাপাশি, শুট আউট এর ঘটনায় পুলিশ দ্রুত অভিযুক্ত দের গ্রেফতার করায়, পুলিশ সুপার রাহুল দেকে এদিন বালুরঘাট আদালতের তৃণমূল লিগাল সেল এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। 

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, গত শুক্রবার রাতে হিলি থানার তিওড় এ স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার খুনের ঘটনায়, হিলি মণ্ডলের বিজেপি সভাপতি সুব্রত মালি সহ ছয় যে ছয় জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। ভিন রাজ্যের বাসিন্দা ওই ব্যক্তি বিজেপি মন্ডল সভাপতির ঘনিষ্ট এবং ভোটের আগেও বেশ কয়েকবার তাকে হিলি এলাকায় দেখা গিয়েছিল বলে দাবী করেছেন তিনি। সুভাষ চাকীর অভিযোগ, গুলি চালিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত বিহারের ওই যুবককে ভোটের সময়ও ব্যবহার করেছিল বিজেপি। এই ঘটনাতেই তৃণমূলের বহিরাগত তত্ত্ব প্রমাণ হয়ে গেল বলে দাবী করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী।

এদিকে শুট আউটের ঘটনায় বিজেপির মন্ডল যুব সভাপতির নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে জেলা বিজেপি। ওই ঘটনায় ইতিমধ্যেই ওই যুব মন্ডল সভাপতিকে বরখাস্ত করেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।  যদিও নির্বাচনে বহিরাগত দুষ্কৃতীদের কাজে লাগানোর যে অভিযোগ তৃণমূল করেছে তা অস্বীকার করেছে বিজেপি।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, সারা রাজ্যের মানুষ যেমন তৃণমূলকে ২১৩ টি আসনে জিতিয়েছেন, তেমন বালুরঘাট বিধানসভার মানুষ বিজেপির অশোক লাহিড়ীকে ভোটে জিতিয়েছেন। আর ভিন রাজ্যের দুষ্কৃতীরাই যদি ভোটের আগে রাজ্যে ঢুকে থাকে, তাহলে পুলিশ প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করেনি সে নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ সুকান্ত মজুমদার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুট আউটের ঘটনায় ধৃত বিজেপির মন্ডল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করে ভিন রাজ্যের যোগের কথা জানতে পারে পুলিশ। এরপর বিহারের বৈশালীর বাসিন্দা শুভম কুমারকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই শুভম কুমারই ছিনতাইয়ে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

About Liza Hill, Darjeeling
(স্বর্ণ ব্যবসায়ী খুনের বিহারের বাসিন্দা গ্রেফতারে, বিজেপির বিরুদ্ধে ফের বহিরাগত তত্ত্বে সরব তৃণমূল)
 

Share this News

RELATED NEWS