এবার দার্জিলিঙের স্থানীয় শিল্পীরা পাবেন সরকারের সহযোগিতা
- By UJNews24 Web Desk | Last Updated 16-05-2022, 02:53:08:pm
দার্জিলিং, ১৬ মেঃ শিল্পীরা সরকারের সহযোগিতা পাবেন, শিল্প প্রদর্শনের সুযোগ পাবেন। দার্জিলিং এর স্থানীয় শিল্পীদের জীবিকা নির্বাহের পাশাপাশি তাদের শিল্প প্রদর্শনের জন্য, দার্জিলিং পৌরসভার পক্ষ থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দার্জিলিং শহরের চৌরাস্তায় একটি প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রোগ্রামে, দার্জিলিং এর স্থানীয় এবং উদীয়মান শিল্পীদের তাদের প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হবে। দার্জিলিং মিউনিসিপ্যালিটির তরফে সুধা লামা বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল শিল্পের ক্ষেত্রে স্থানীয় ও উঠতি শিল্পীদের উৎসাহিত করা।
