নিউ কোচবিহার থেকে জলপাইগুড়ি রুটে সম্পন্ন হল রেলের বৈদ্যুতিককরণের কাজ

  • By UJNews24 Web Desk | Last Updated 19-12-2020, 05:49:56:pm

 

কোচবিহার, ১৯ ডিসেম্বর: রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলের বৈদ্যুতিককরণের  প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হল। খুব শীঘ্রই চলবে জলপাইগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত বৈদ্যুতিক রেল। শনিবার নিউ কোচবিহার থেকে রানী নগর জলপাইগুড়ি পর্যন্ত প্রায় ৯৮ কিলোমিটার রুটে বৈদ্যুতিক ট্রেনের ট্রায়াল করা হয়। সাধারণ জনতার বহুদিনের আবেগকে প্রাধান্য দিয়ে এদিন বিশেষ পূজার মাধ্যমে এই ইঞ্জিনের যাত্রা শুরু করা হয়।
মূলত, এই ট্রায়াল রানের পরেই পরবর্তী বিভিন্ন বিষয়ের খুনিনাটি দেখার পর নিউ কোচবিহার থেকে বিভিন্ন রুটে এই ট্রেন চলবে বলে রেল দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে এই কাজ অতি দ্রুত শেষ করা হবে বলে জানান রেল আধিকারিক অনুজ কুমার দে। সব ঠিক মত হয়ে গেলে  ডিসেম্বর মাসের পর থেকেই এই রুটে মালট্রেন ও যাত্রীবাহি বৈদ্যুতিক ট্রেন চালু হয়ে যাবে।
www.ujnews24.com

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS