প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
- By UJNews24 Web Desk | Last Updated 20-11-2019, 12:40:09:pm
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,১৯ নভেম্বর: "ভিক্ষা নয়, কারন ভিক্ষার জিনিস কখনো ফেরত হয় না আর ধার নিলে সেটা সুদে আসলে ফেরত দিতে হয়। তাই বলছি, আপনাদের ভোট আমাদের তৃনমুল প্রার্থীকে ধার বা লোন হিসেবে দিন। সুদে আসলে সেটা উন্নয়ন হয়েই আপনাদের কাছে ফিরে আসবে। এটা কথা দিচ্ছি।" মঙ্গলবার কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে কালিয়াগঞ্জের চান্দোইল গ্রামে একটি নির্বাচনী সভায় এভাবেই মানুষকে উন্নয়নের বার্তা দিলেন সদ্য রাজ্যের বন দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে চান্দোইল হাটখোলা ময়দানে এনআরসি ও দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি নিয়ে বিজেপীকে কটাক্ষ করেন মন্ত্রী।
www.ujnews24.com