দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি নেতা মুকুল রায়
- By UJNews24 Web Desk | Last Updated 20-11-2019, 05:31:25:am
নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,১৯ নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসকদলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের সাথে মুখ্যমন্ত্রী টেলিফোনে নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রার্থীর হয়ে এদিন প্রচারে এসে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। তার বক্তব্য, বর্তমানে প্রশাসন চলছে রাজ্য সরকার তথা শাসকদলের কথায়। দক্ষিন দিনাজপুরের পুলিশ সুপারকে নিজেদের সুবিধার জন্য প্রায় ৫ বছর মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন। তাকে 'জেলা সভাপতি' হিসেবেই কার্যত ওই জেলার দায়িত্বে রাখা হয়েছে।এই নির্বাচনকে প্রভাবিত করতেই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পাশেই গঙ্গারামপুরে এদিন সভা করছেন।তবে এত কিছুর পরেও ৩ টি উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতবে।
www.ujnews24.com