সোনা হাতছাড়া হল ভারতের
- By UJNews24 Web Desk | Last Updated 23-08-2018, 12:48:02:pm
জাকার্তা,২৩আগস্ট: সোনা হাতছাড়া হল ভারতের৷ বৃহস্পতিবার ভারতের শার্দুল ভিয়ান পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন৷ এর আগে অঙ্কিতা রায়না টেনিসে দেশকে ব্রোঞ্জ পদক এনেদিয়েছেন৷ বুধবারই সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত করেছিলেন পদক। পঞ্চম দিন সুযোগ ছিল পদকের রং পালটে নেওয়ার। কিন্তু অঙ্কিতা রায়নার দৌড় সেমিফাইনালেই থমকে গেল । এশিয়াডে টেনিসের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হল। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে চিনের প্রতিদ্বন্ধী শুয়াই ঝ্যাংয়ের কাছে রায়না স্ট্রেট সেটে পরাজিত হলেন। সেমিফাইনালে প্রথম সেটে। ৪-৬ গেমে খুঁইয়ে বসেন রায়না। যদিও এরপর প্রবলভাবে ম্যাচে ফিরে আসেন আমেদাবাদের এই তরুণী। দ্বিতীয় সেটে কড়া চিনা প্রতিদ্বন্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন । কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৭ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর শুয়াই ঝ্যাংয়ের কাছে ৬-৭ গেমে পরাজিত হন তিনি। সিঙ্গলসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসের লড়াইয়ে আজ ফের কোর্টে নামবেন রায়না। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে সেখানেও পদক জয়ের আশা রয়েছে তাঁর। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হবেন তাঁরা। অন্যদিকে পুরুষদের ডাবলসে স্বপ্নের দৌড় অব্যাহত রোহন বোপান্না-দ্বিবিজ শরণ জুটির। সেমিফাইনালে তাঁরা হারালেন জাপানের কিয়েটো য়ুয়েসুজি-শো শিমাবুকুরো জুটিকে। ৪-৬ গেমে প্রথম সেট হেরে গিয়েও সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই ভারতীয় জুটি। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে নেন বোপান্না-শরণ। এরপর তৃতীয় সেট টাইব্রেকারে ১০-৮ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তাঁরা।
www.ujnews24.com