সেলেশিয়ান কলেজে অনুষ্ঠিত হলো দুদিনের বার্ষিক উৎসব Innovision

  • By UJNews24 Web Desk | Last Updated 10-11-2023, 06:49:21:pm

 শিলিগুড়ি 10 নভেম্বর, এবারের থিম ছিল 'বিশ্বের শান্তির বার্তা' ৮ ও ৯ ই নভেম্বর দুদিনের বার্ষিক উৎসব "ইনোভিশন"-এই অনুষ্ঠানটি আয়োজিত হয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইপিএস (অব.), সি.এম. রবীন্দ্রন প্রমুখ। এই প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের অগত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।

প্রতিযোগিতার বিচারকের আসন অলংকৃত করেছিলেন জিতেন ঘাইমারে, প্রখ্যাত কোরিওগ্রাফার যিনি ডান্স বাংলা ড্যান্স এ কর্মরতা , আলি আহমেদ আনসারী কোরিওগ্রাফার যিনি ওয়েন্ডেল রড্রিগেজ ফ্যাশন শোতে কাজ করেছেন এবং প্রলে দত্ত (বিশিষ্ট পরিচালক) প্রমুখ ।

সংগীত, র‌্যাপ এবং ব্যান্ড পারফরম্যান্স এর মধ্য দিয়ে ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতির এক মেলবন্ধন তৈরী হয়েছিল । অতিথি ব্যান্ড "অবসেশন" এর অনবদ্য উপস্থাপনা , এবং অন্যান্য অফস্টেজ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের তাদের সৃজনশীলতা প্রদর্শনের অনুমতি দেয়।

এই বিষয়ে সেলসিয়ান কলেজের পক্ষে রেক্টর টমি অগাস্টিন বলেন যে সেলসিয়ান কলেজ সারা বিশ্বে সংস্কৃতির বিকাশকে অগ্রাধিকার দিয়েছে এবং এই ইভেন্টটি বিশেষ করে বিভিন্ন সংস্কৃতির গুরুত্বের উপর জোর দেয়,”

এবং দ্বিতীয় দিনেও দলগত নৃত্য ও অন্যান্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান অব্যাহত থাকে।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS