অজগর উদ্ধারে এলাকায় চাঞ্চল্য

  • By UJNews24 Web Desk | Last Updated 16-05-2022, 03:39:55:pm

জলপাইগুড়ি, ১৬ মেঃ জলপাইগুড়ি সদর ব্লকের মুন্ডা বস্তিতে এক দম্পতির বাড়িতে ফাঁদে আটকে থাকা অজগর দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  অজগরটিকে দেখে গ্রামবাসীরা পরিবেশ দফতরকে খবর দেন। খবর পেয়ে সোমবার সকালে এলাকায় পৌঁছান পরিবেশবিদ বিশ্বজিৎ দত্ত।  পরিবেশবিদরা বলছেন, এটি একটি বার্মিজ অজগর যা দীর্ঘদিন ধরে জালে আটকে থাকার কারণে শরীরের বিভিন্ন স্থানে ত্বকে ফুসকুড়ি দেখা দেয়।  বন বিভাগের বন্যপ্রাণী শাখাকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।  এরপর পরিবেশকর্মীরা জালে আটকে পড়া অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS