আর্জেন্টিনার জয়ে সমর্থকদের উল্লাস জলপাইগুড়িতে

  • By UJNews24 Web Desk | Last Updated 11-07-2021, 01:21:07:pm

জলপাইগুড়ি, ১১ জুলাইঃ জলপাইগুড়ি সেনপাড়া  মিলন বেকারী রোড এলাকায় আজেন্টিনা সমর্থকদের উল্লাসের পর  জলপাইগুড়ি শহরে  ঢাক-ঢোল নিয়ে র‍্যালী করতে দেখা যায রবিবার সকালে। আর্জেন্টিনার সমর্থকদের ওমন উল্লাস জেলার সর্বত্রই। 

About Liza Hill, Darjeeling
(আর্জেন্টিনার জয়ে সমর্থকদের উল্লাস জলপাইগুড়িতে)
 

Share this News

RELATED NEWS