করোনা আবহে টালমাটাল পরিস্থিতি ময়নাগুড়ি কাপড় বাজারের, দেখা নেই ক্রেতাদের, কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের
- By UJNews24 Web Desk | Last Updated 29-09-2021, 05:16:23:pm
জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। আর সেই পূজাকে কেন্দ্র করে চলে পুজোর কেনাকাটা। সারা বছর সেভাবে কাপড় বিক্রি না হলেও পুজোর মরশুমের দিকে তাকিয়ে থাকেন কাপড় ব্যবসায়িরা। তবে তাতেও ভাঁটা পরে গেছে করোনার কারণে। গত বছর এবং এবছর করোনার কারণে ময়নাগুড়ির কাপড় বাজার যেন ক্রেতা শূন্য। আর তাতেই চিন্তিত ময়নাগুড়ির কাপড় ব্যবসায়িরা।
হাতে মাত্র পুজোর আর কয়েকটা দিন। কিন্তু এবছর পুজোর দিন ঘনিয়ে আসলেও সেভাবে দেখা মিলছে না ক্রেতাদের। অন্য বছরে যেখানে পুজোর দু সপ্তাহ আগে ময়নাগুড়ির কাপড় বাজারে পা রাখার জায়গা মিলতো না সেখানেই আজ একপ্রকার জন মানব শূন্য। আর এতেই চিন্তিত ময়নাগুড়ির কাপড় ব্যবসায়িরা। পুজোর শেষ মূহুর্তেও বাজার জমবে কি না তা নিয়েই চিন্তিত ব্যবসায়িরা। এক কাপড় ব্যবসায়ী সুধাংশু বণিক বলেন, "এবার বাজার খুব খারাপ। বাজারে ক্রেতা নেই বললেই চলে। মহাজনের কাছে টাকা ঋণ করে মাল কিনলেও তা বিক্রি হচ্ছে না। এই অবস্থায় কিভাবে মহাজনের টাকা পরিশোধ করবো আমরা বুঝতে পারছি না।"
করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন ছিল লকডাউন। আর এই টালমাটাল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বহু মানুষ। চলতি বছরে করোনার প্রকোপ কিছুটা কমলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। এরই মাঝে অজানা ভাইরাল জ্বরে অনেক শিশু আক্রান্ত। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এমতবস্থায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাজারে আসতে চাইছেন না। অন্যদিকে অনলাইন শপিং কিংবা বড় বড় শপিং মলের কারণে ছোট খাটো কাপড় ব্যবসায়ীদের বাজার খারাপ বলেও অনেকের অভিযোগ। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, " করোনার কারণে অনেকেরই আর্থিক সমস্যা রয়েছে। আবার অন্যদিকে অনলাইন শপিং কিংবা বড় বড় শপিং মল থাকার কারণে অনেকেই সেখানে ছুটছেন শপিং করতে। ফলে ছোট দোকানদারদের ব্যবসায় লোকসান হচ্ছে। "