ফাইনাল দেখার বড্ড ইচ্ছে পার্থ, জ্যোতিপ্রিয়র
- By UJNews24 Web Desk | Last Updated 19-11-2023, 11:56:25:am
আজ বিশ্বকাপ ফাইনাল৷ হাইভোল্টেজ ম্যাচ৷ দুপুরে খাসির মাংস দিয়ে পেটপুড়ে ভাত খেয়ে টেলিভিশনের পর্দার জন্য তৈরি হয়ে যাচ্ছে আপামর বাঙালি৷ দুপুর ২টোর আগেই শুনশান হয়ে যাবে সব রাস্তা৷ যে যেখানে পারবেন সেখানেই দল বেঁধে টিভির সামনে বসে পড়বেন৷ মনে মনে প্রার্থনা করবেন, ‘ঠাকুর কাপ যেন ভারতেই থাকে!’
এমন দিনে খেলা দেখতে কে না চান? তাই না! জেলে বন্দিরাই বা ব্রাত্য থাকেন কেন? তবে, এক্ষেত্রে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার আর্জিটা এসেছে প্রেসিডেন্সি সংশোধনাগারের একটি বিশেষ সেল৷ যার নাম ‘পহেলা বাইশ’৷ কারা থাকেন এই ‘পহেলা বাইশে’?
প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, রবিবার দুপুর থেকে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার আবেদন জানিয়েছেন ‘পহেলা বাইশ’ নম্বর সলের চার হাইপ্রোফাইল বন্দি। তারমধ্যে দু’জন ‘মন্ত্রী’ স্থানীয় এবং দু’জন বিধায়ক৷
প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ নম্বর ওয়ার্ডে রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা এবং রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক।
কিন্তু, তাঁদের সেই আবেদন আদৌ গ্রাহ্য হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷ কারণ, জেল কোড অনুযায়ী, সেলে টিভি নেই। দুপুরে যখন খেলা শুরু তখন পার্থরা থাকবেন সেলের ভিতরে। বিকেলে কিছু সময়ের জন্য বাইরে বেরোলও, সেখানে খেলা দেখার ব্যবস্থা নেই। তারপরে সূর্যাস্তের আগেই ফের সেলে ঢুকে যাবেন পার্থ-জ্যোতিপ্রিয়রা। তাহলে কি এমন দিনেও খেলা দেখার সুযোগ পাবেন না পার্থ-জ্যোতিপ্রিয়রা? উত্তর সম্ভবত, না৷ খেলার ফল শোনার জন্য তাঁদের ভরসা করতে হবে সেই কারারক্ষীদেরই উপর।