হরিশ্চন্দ্রপুর রামপুর ফুটবল ময়দানে তিনদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট
- By UJNews24 Web Desk | Last Updated 29-12-2021, 06:38:49:pm
মালদা,২৯ ডিসেম্বরঃ একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন তৃণমূলের থিম সং হয়ে উঠেছিল 'খেলা হবে'। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো খেলা হবে দিবসে স্পেশাল মিউজিক ভিডিয়ো বানিয়ে তা সোশ্যাল সাইটে পোস্ট করলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। তাই
'খেলা হবে দিবসে' সামনে রেখে মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকারের নির্দেশে ও হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জিয়াউর রহমানের পরিচালনায় হরিশ্চন্দ্রপুর রামপুর ফুটবল ময়দানে তিনদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ ছিলো টুর্নামেন্টের দ্বিতীয় দিন। এছাড়াও জানুয়ারি মাসের ৮ তারিখে ফাইনাল খেলা হবে। তবে ফাইনালে আকর্ষণীয় থাকবে মহিলা ফুটবল প্রতিযোগিতা।
উপস্থিত ছিলেন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান ও জম্মু রহমান, খেলার আয়োজক তথা যুব সভাপতি জিয়াউর রহমান, যুব নেতা রনি দাস, মনোজ, নাদির, আদিত্য, আজমাইন রেজা সহ আরো অনেক নেতৃত্বগণ।
তথ্য ও ছবিঃ সফিকুল আলম, মালদা।
