ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হলো নগদ এক লক্ষ টাকা সহ বাড়ির আসবাবপত্র
- By UJNews24 Web Desk | Last Updated 18-04-2022, 08:45:13:pm
মালদা, ১৮ এপ্রিলঃ সোমবার দুপুর বেলা রান্নার গ্যাসের পাইপ লিক করে আগুন থেকে লেগে সর্বস্ব হারালেন নুরুল ইসলাম। এমনি মর্মস্পর্শি ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট গ্রামে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।ঘন্টাখানেকের মধ্যে একটি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও সবকিছু শেষ হয়ে যায় ওই দিনমজুরের।
নুরুল ইসলামের ভাইপো আনেসুর রহমান জানান, দিনমজুরের কাজ করে কোন রকম করে সংসার চালাতেন কাকা নুরুল। তারই মধ্যে মজুরি করে ১ লক্ষ টাকা থেকে বাঁচিয়ে রেখেছিলেন বাড়ি মেরামতের জন্য।কিন্তু নগদ ১ লক্ষ টাকা, ধান, চাল, কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলো।
তথ্য ও ছবিঃ শফিকুল আলম, মালদা।
