ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার
- By UJNews24 Web Desk | Last Updated 06-05-2022, 02:33:55:pm
মালদা, ০৬ মেঃ মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় শুক্রবার সকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম শফিকুল সবজি (২৩)। বাবা মুস্তাক সবজির সঙ্গে থাকেন। তিনি ইংরেজিবাজার থানা এলাকার বখ্যাটুলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে ওই যুবক বাড়ি থেকে বের হয়। আর বাড়ি না ফেরায় স্বজনরা তার আত্মীয়ের বাড়িতে খোঁজ করেন। অবশেষে আজ সকালে মঙ্গলবাড়ী এলাকার মহানন্দা নদীতে মাছ ধরার জাহাজের বাঁশের সাথে ঝুলন্ত যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। মৃতদেহ দেখতে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাটি পুরাতন মালদা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই পরিবারের এক আত্মীয় জানান, গতকাল তাকে এলাকায় মোবাইল চুরির সন্দেহে স্থানীয় একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। চোরের দায় সইতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সন্দেহ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।