বোর্ডমানি সহ পুলিশের খপ্পরে সাত
- By UJNews24 Web Desk | Last Updated 11-05-2022, 12:41:11:pm
মালদা, ১১ মেঃ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে বোর্ডের টাকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার ১৩৫ টাকার বোর্ড মানিসহ সাতজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা অভিজিৎ সাহার নেতৃত্বে ওই এলাকায় প্রতিদিন জুয়া খেলা হয়। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। বুধবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে তোলা হয়।