রাস্তার ধারে দাঁড়ানো ট্রাকে ধাক্কা ডাম্পারের
- By UJNews24 Web Desk | Last Updated 16-05-2022, 02:51:24:pm
মালদা, ১৬ মেঃ কালিয়াচক থানার জালালপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মালামাল বোঝাই একটি ট্রাকের পিছনে একটি দ্রুতগামী ডাম্পার ধাক্কা দেয়। দুর্ঘটনায় ডাম্পার চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ডাম্পারের সামনের অংশ কেটে গুরুতর আহত চালককে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর জাতীয় সড়কের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, জালালপুর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে লিচু কিনছিলেন ট্রাকচালক। তখনই পেছন থেকে একটি ডাম্পার এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
