স্বামীর সঙ্গে অন্য নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
- By UJNews24 Web Desk | Last Updated 27-05-2022, 07:16:57:pm
মালদা, ২৭ মেঃ স্বামীর সঙ্গে অন্য নারী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। শুক্রবার সকালে বামনগোলা থানার খিরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ গৃহবধূকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ গৃহবধূর নাম বাসন্তী মার্দি (৩২)। তার স্বামীর নাম সুনীল মুর্মু। স্ত্রীর বেশ কয়েকদিন ধরেই সন্দেহ ছিল তার স্বামীর অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে সকালে দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ঘরে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। গৃহবধূর পরিবার তাদের জামাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।
