বিদ্যালয়ে চুরি।গ্রেপ্তার অভিযুক্ত

  • By UJNews24 Web Desk | Last Updated 15-09-2020, 03:26:12:pm

শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর: বিদ্যালয়ে চুরি।গ্রেপ্তার অভিযুক্ত।গত রবিবার দক্ষিন শান্তিনগর জাবরাভিটা প্রাইমারি স্কুলে তালা ভেঙ্গে চুরি যায় গ্যাস সিলিন্ডার, শিশুদের খাবার চাল সহ বিভিন্ন সরকারি সামগ্রী।সোমবার বিদ্যালয় কতৃপক্ষ এন জে পি থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দক্ষিন শান্তিনগর থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার  সহ অভিযুক্ত গবিন্দ মাহাতো নামে ব্যাক্তিকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।জানা গেছে অভিযুক্ত দির্ঘদিন ধরেই ওই বিদ্যালয় সহ নানান এলাকায় চুরির কর্মকান্ড চালাতো।মঙ্গলবার অভিযুক্ত গবিন্দ মাহাতোকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

পাশাপাশি ঔষধের দোকানে চুরির কিনারা।গ্রেপ্তার এক অভিযুক্ত।গত ১০ই জুলাই তিনবাত্তি মোরে একটি ঔষধের দোকানের শাটার ভেঙে দুঃসাহসী চুরির ঘটনা ঘটে।পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ তদন্তে নামে।চুরির ঘটনায় জড়িত এমডি আলী খান নামে অভিযুক্তকে আটক করে ফুলবাড়ি মার্ডার এলাকা থেকে।তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরি যাওয়া নগদ অর্থ।পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত টিউমল পাড়ার বাসিন্দা হলেও মার্ডার মোর এলাকায় বাড়ি ভাড়া থেকে এসব অসামাজিক কর্মকান্ড চালাতো।জানা গেছে  এমডি আলী খান এ রাজ্য ছাড়াও বিহারেও এমন কর্মকাণ্ড সঙ্গে জড়িত।তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।পুলিশ সুত্রে আরও জানা যায় বিহারের দুস্কৃতি এনে শিলিগুড়িতে ও শিলিগুড়ি থেকে দুস্কৃতি নিয়ে বিহারে অসামাজিক কর্মকান্ড চালাতো।তার সঙ্গে আরোও কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

About Liza Hill, Darjeeling
(বিদ্যালয়ে চুরি।গ্রেপ্তার অভিযুক্ত)
 

Share this News

RELATED NEWS