তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার মিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের
- By UJNews24 Web Desk | Last Updated 28-02-2022, 02:46:07:pm
শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ "নির্বাচনের নামে সন্ত্রাস, গণতন্ত্রকে হত্যা, তৃণমূল তোমায় জানাই ধিক ধিক ধিক্কার"। এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল করা হয় শিলিগুড়িতে। মিছিলে নেতৃত্ব দেন দার্জিলিং জেলা কংগ্রেসের জেলা সভাপতি শংকর মালাকার। শিলিগুড়ির হাশমি চক এর দলীয় কার্যালয় এর সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার হাসমিচকেই শেষ হয়।