পাখিকে কেন্দ্র করে উত্তরবঙ্গে পর্যটনের সম্ভাবনা। উত্তরবঙ্গ বার্ড ফেস্টিভ্যালের আয়োজন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজমের

  • By UJNews24 Web Desk | Last Updated 14-03-2022, 06:34:13:pm

 

শিলিগুড়ি, ১৪ মার্চঃ রাজ্য পর্যটন দফতরের সহযোগিতায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে নর্থবেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের উদ্যোক্তা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজম। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজমের আহ্বায়ক রাজ বসু। এদিন রাজ বাসু বলেন, উত্তরবঙ্গের পাহাড় তরাই ডুয়ার্সে প্রতিবছর হাজার হাজার পরিযায়ী পাখি আসে। আর পাখির টানেই প্রচুর পর্যটক আসে উত্তরবঙ্গে। পাখিকে কেন্দ্র করে যাতে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের আরও উন্নতি হতে পারে সেই লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গ বার্ড ফেস্টিভ্যাল। এর পাশপাশি উত্তরবঙ্গে পাখি সংরক্ষণ যাতে করা যায় তার উদ্যোগ নেওয়া হবে।

 

Share this News

RELATED NEWS