৬টি দল ম্যাচ খেলে ফেলেছে, জিতেও তিনে KKR, বাকিদের অবস্থান কী?

  • By UJNews24 Web Desk | Last Updated 28-03-2022, 03:18:59:pm

শনিবার থেকে আইপিএলের মহারণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ৬টি দল লড়াইয়ে নেমেও পড়েছে। প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ দিকে শুরুতেই জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

জিতেও রানরেটের বিচারে তিনে রয়েছে কলকাতা। শীর্ষ স্থান ধরে রেখেছে ঋষভ পন্তের দিল্লি। দুইয়ে রয়েছে পঞ্জাব।

আইপিএল ম্যাচের ফলাফল:

টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসে ৬ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স।

মুম্বই ইন্ডিয়ান্স আবার দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হেরে বসে থাকে।

৫ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় পঞ্জাব কিংস।

আইপিএলের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-

১. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৯১৪)।

২. পঞ্জাব কিংস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৯৭)।

৩. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৬৩৯)।

৪. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৩৯)।

৫. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৯৭)।

৬. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯১৪)।

(বাকি চার দল এখনও কোনও ম্যাচ খেলেনি।)

 

Share this News

RELATED NEWS