৪৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে প্রধান নগর থানায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা

  • By UJNews24 Web Desk | Last Updated 18-04-2022, 08:42:30:pm

 

শিলিগুড়ি, ১৮ এপ্রিলঃ শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আক্রমণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, আজ সকালে শ্রমিকরা হাইড্রেনের ময়লা পরিষ্কার করে ড্রেনের পাশে ফেলে রাখে। সেই নোংরা জল এসে পড়ে রাস্তায়। হাইড্রেন পরিষ্কার করে ড্রেনের পাশে রাখা হয়েছে বলে অভিযোগ নিয়ে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন এক যুবক। ময়লা ও নোংরা পরিষ্কার করতে কাউন্সিলরকে নির্দেশ দেন।  কাউন্সিলর অমর আনন্দ দাস ওই ব্যক্তিকে বসতে বলেন এবং তিনি ওয়ার্ড মাস্টারকে পরিষ্কার করার কথা বললে ওয়ার্ড মাস্টার পরিষ্কার করে দেবেন বলে আশ্বস্ত করেন। 

কিন্তু সেই কথায় সন্তুষ্ট না হয়ে ওই যুবক 47 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মৃত্যুর হুমকি দেন।  47 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুলিশ ও শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  অভিযুক্তদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা থানায়  বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS