রানওয়ে মেরামতের পর বাগডোগরা বিমানবন্দরে আবার শুরু হল ফ্লাইট চলাচল
- By UJNews24 Web Desk | Last Updated 26-04-2022, 04:02:55:pm
শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ সোমবার বাগডোগরা বিমানবন্দরের রানওয়ের মেরামতের কাজ শেষ হওয়ার পর আজ থেকে স্বাভাবিক হল বিমানবন্দর। ১৫ দিন বন্ধ থাকার পর বাগডোগরা বিমানবন্দর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সকাল ৮ টায় প্রথম ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের সাথে সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের স্বাগত জানানো হয়। সূত্রের খবর, মঙ্গলবার ২৮ জোড়া ফ্লাইট পরিচালনা করা হবে। রানওয়ে মেরামতের জন্য ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। তবে যাত্রীরা বলছেন, নতুন রানওয়ে সত্যি অনেক ভালো।