বনকর্মীর রহস্যজনক মৃত্যু
- By UJNews24 Web Desk | Last Updated 16-05-2022, 04:15:47:pm
শিলিগুড়ি, ১৬ মেঃ এক বনকর্মীর রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। নিহতের নাম শম্ভু পাল। তিনি হারবাল ফরেস্ট বাংলো বা বৈকুণ্ঠপুর বন বিভাগের সদর দফতরে কর্মরত ছিলেন। রবিবার রাতে হারবাল ফরেস্ট বাংলোতে উচ্চপদস্থ কর্মকর্তা ও তার পরিবারের সঙ্গে ছিলেন শম্ভু পাল। সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে হারবাল ফরেস্ট বাংলো থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। শম্ভুর স্ত্রী বলেন, "উচ্চ রক্তচাপ ছাড়া তার আর কোনো শারীরিক অসুস্থতা ছিল না। এর পর শম্ভু পালের সঙ্গে কথা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন বলেও জানান। খবর পাওয়া মাত্রই তিনি সোমবার সকালে হাসপাতালে যান। পৌঁছে ডাক্তারের সাথে চিকিৎসার কথা বলেন, কিন্তু তার আগেই শম্ভু পাল মারা যায়।
