‘শো মাস্ট গো অন’... পল্লবীকে ছাড়াই শ্যুটিং চলছে ‘মন মানে না’র
- By UJNews24 Web Desk | Last Updated 17-05-2022, 11:29:58:am
‘কাল খেল মে হাম হো না হো, গর্দিশ মে তারে রহেঙ্গে সদা’....
পল্লবী দে-র আকস্মিক মৃত্যু স্টুডিয়োপাড়াকে মনে পড়িয়ে দিচ্ছে ‘মেরা নাম জোকার’ ছবির কালজয়ী এই গান। যতই বিপর্যয় আসুক, চলা থামবে না। এই চরৈবেতি মন্ত্রেই বিশ্বাসী বিনোদন দুনিয়ার প্রতিটি মানুষ। বৃহস্পতিবার ধারাবাহিক ‘মন মানে না’-র যে সেটে শেষ শ্যুট করে গিয়েছিলেন পল্লবী। সোমবার সেই সেটে ক্যামেরা চলছে। কেবল একটি দিন থমকে গিয়েছিল টেলিপাড়া। রবিবার সকালে মর্মান্তিক খবর ছড়াতেই ক্যামেরা বন্ধ রেখেছিল ধারাবাহিকের সেট।
আরও খবর, আগামী দু’সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে পল্লবী অভিনীত ধারাবাহিকটি। সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক ‘তুমি যে আমার মা’। নতুন ধারাবাহিকের প্রচার ঝলক সামনে আসবে সোমবারেই। মা-হারা নাবালিকাকে কী ভাবে একা হাতে মানুষ করবেন তার বাবা? শিশুটি সবার মধ্যে খুঁজে চলে তার মাকে। কারওর মধ্যে কি সে মায়ের ছায়া পাবে? এই পটভূমিকায় সাজানো হয়েছে গল্প। ‘মন মানে না’ শেষ হতে আর অল্প দিন বাকি। তাই সম্ভবত পল্লবী অভিনীত চরিত্রটিকে আর দেখানো হবে না। তবে ব্যাঙ্কিংয়ের দৌলতে আগামী বুধবার পর্যন্ত পল্লবীকে ছোট পর্দায় দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। সেই ভাবেই সোমবার থেকে শ্যুটিং হচ্ছে।