রাতভর ঝড়ের তাণ্ডবে হাহাকার গোটা গ্রামে
- By UJNews24 Web Desk | Last Updated 19-05-2022, 02:27:28:pm
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১৯ মেঃ রাতভর ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি। হাহাকার গোটা গ্রামে। নিমেষে ঘরছাড়া গোটা গ্রামের মানুষ। বাড়িঘর গাছপালা ভেঙে তছনছ। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ পরিষেবা বন্ধ গোটা গ্রামে। রাতভর আতঙ্কে গ্রামবাসীরা।
রাতে অনেকেই অন্য কারও বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আবার অনেককে গোটা রাত কাটাতে হয়েছে পথে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০ টা নাগাদ গোয়ালপোখরের ডোয়াপাড়া গ্রামে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের এক ঝটকায় গ্রামের প্রচুর বাড়ি নষ্ট হয়ে যায়। এই ঘটনায় গোটা গ্রামের মানুষ সমস্যায় পড়ে যায়। উড়ে যায় একাধিক বাড়ির টিন। সকাল হতেই ঘরের টিন খুঁজতে এদিক ওদিক ছুটছেন গ্রামবাসীরা। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না গ্রামবাসীরা। তাই সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলছেন গ্রামবাসীরা।
অন্যদিকে সমস্ত রকম ক্ষতিপূরণের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মনি। তিনি সরকারি ভাবে যতখানি সম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন।
তথ্য ও ছবিঃ রাজা খান, উত্তর দিনাজপুর।
