জেলে যাওয়া বিজেপি কর্মী কমিটিতে জায়গা পাননি, দলে দলে পদত্যাগ করে বিক্ষোভ দেখালেন ২০ কর্মী
- By UJNews24 Web Desk | Last Updated 24-05-2022, 02:55:12:pm
জলপাইগুড়ি, ২৪ মেঃ কমিটিতে জায়গা না পেয়ে সম্মিলিত পদত্যাগ করে বিক্ষোভ দেখালেন জেলে যাওয়া বিজেপি কর্মীরা। সোমবার বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ জোন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে দলাদলির বিষয়টি সামনে আসে। ময়নাগুড়িতে জেলে যাওয়া বিজেপি কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। এ ছাড়া মণ্ডল কমিটির বিভিন্ন পদ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। ময়নাগুড়িতে ফের বিজেপির দলাদলি, বিজেপি নেতাদের অভিযোগ, তাদের কাছের লোকজন কমিটিতে জায়গা পেয়েছেন, যারা কাজ করছেন তারা কমিটিতে জায়গা পাননি।
প্রতিবাদে, জেলা সম্পাদক অমল রায় এবং ময়নাগুড়ি দক্ষিণ ক্ষেত্র সমিতির অন্যান্য অনেক পদাধিকারী সহ প্রায় ২০ জন বিজেপি কর্মী তাদের পদ থেক পদত্যাগের ঘোষণা দেন। তিনি বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই ঘটনায় বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।