ট্রাভেল এজেন্সির হয়রানির কারণে ক্ষুব্ধ পর্যটকরা

  • By UJNews24 Web Desk | Last Updated 24-05-2022, 02:59:30:pm

শিলিগুড়ি, ২৪ মেঃ অগ্রিম বুকিং দেওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টাকা নিয়ে ট্রাভেল এজেন্সি দ্বারা পর্যটকদের হয়রানির ঘটনা সামনে এসেছে।  মঙ্গলবার দার্জিলিং মেল থেকে নেমে  থেকে গ্যাংটক যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দুই শিশুসহ মোট ছয়জন পর্যটক।কিন্তু এক ঘণ্টা পেরিয়ে গেলেও গাড়িটি দেখা যায়নি, ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। কলকাতার টালিগঞ্জের দেবর্ষি দাস এবং তার পরিবার কলকাতার একটি ট্রাভেল এজেন্সির জন্য টাকা দিয়ে একটি প্যাকেজ বুক করেছিলেন৷  মঙ্গলবার শিশুসহ ৬ জনের একটি দল দার্জিলিংয়ের এনজেপি স্টেশনে নামে। সূত্রের খবর, তাঁকে বলা হয়েছিল সেখান থেকে একটি গাড়ি তাঁকে সিকিম নিয়ে যাবে।  ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পরও গাড়িটি দেখা না গেলে তিনি তার ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। 

ট্রাভেল এজেন্সি তাকে নিজের খরচে গাড়ি বুক করে গ্যাংটক যেতে বলে।  তাই তারা অপমানিত হয়ে চলে যান। শেষে তিনি এলাকাবাসী ও পুলিশের সহযোগিতা চান।  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এনজেপি থানার পুলিশ পৌঁছে কলকাতা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করে। তবে সময়ে সময়ে ট্রাভেল এজেন্সিদের দ্বারা পর্যটকদের হয়রানির ঘটনা পর্যটক মহলে চরম অস্বস্তি সৃষ্টি করেছে।

About Liza Hill, Darjeeling
 

Share this News

RELATED NEWS