আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার চার
- By UJNews24 Web Desk | Last Updated 28-05-2022, 06:23:14:pm
শিলিগুড়ি, ২৮ মেঃ একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘোষপুকুর এলাকায় ট্রাকটিকে থামায় পুলিশ। পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন মফিজুল ইসলাম, মোহাম্মদ সামসুল, মোহাম্মদ রশিদ আলম ও মোহাম্মদ মুস্তাকিম। মফিজুল ইসলাম আসামের বাসিন্দা, বাকি তিনজন নকশালবাড়ির বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ অভিযুক্তদের শিলিগুড়ি ডিভিশনাল কোর্টে তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।