এনজেপি টু ঢাকা মৈত্রী এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন হল নির্বিঘ্নে
- By UJNews24 Web Desk | Last Updated 30-05-2022, 06:37:37:pm
শিলিগুড়ি, ৩০ মেঃ এনজেপি টু ঢাকা মৈত্রী এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন হল নির্বিঘ্নে। সোমবার রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রায়ালটি সম্পন্ন হয়।
আগামী পহেলা জুন থেকে দু দেশের মধ্যে আন্তর্জাতিক এই রেল যাত্রা শুরু হবে বলে রেলের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে।
ইতিমধ্যে দক্ষিণবঙ্গ থেকে ভারত - বাংলাদেশ দু দুটো ট্রেন সার্ভিস নিয়মিত চলছে। তাই নিউ জলপাইগুড়ি থেকে এমন একটি আন্তর্জাতিক ট্রেনের সূচনা স্বাভাবিক ভাবেই উত্তরবঙ্গের জন্য গর্বের। উল্লেখ্য, দু বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির শুভ সূচনা করলেও করোনা পরিস্থিতির জন্য সবকিছুই থেমে যায় অনির্দিষ্টকালের জন্য।
পরিস্থিতি স্বাভাবিক হতেই রেলের তরফে তাই উদ্যোগটি নেওয়া হয়। এতে করে উত্তরবঙ্গের মানুষ খুব সহজেই রেলপথে বাংলাদেশ যেতে পারবে। আবার একইভাবে বাংলাদেশের ভ্রমণপিপাসু মানুষও ট্রেন যোগে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসতে পারবে।
তথ্য ও ছবিঃ রাজা খান, উত্তর দিনাজপুর।