কোহলীর পাশে দিব্যি দৌড়চ্ছেন, ভারতীয় দলের অনুশীলনে কে ইনি
- By UJNews24 Web Desk | Last Updated 18-06-2022, 03:27:49:pm
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে সে দেশে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলীরা। অনুশীলনও শুরু করে দিয়েছেন। অনুশীলনের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছে বিসিসিআই। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কারণ, ভারতীয় দলের জার্সি পরা এক জনকে চেনা যাচ্ছে না, যিনি কোহলীর ঠিক পাশেই দৌড়চ্ছেন।
বিসিসিআইয়ের টুইট করা একটি ছবিতে বিরাট কোহলীর পাশে এক জনকে ছুটতে দেখা যাচ্ছে। তিনি কে, সেই প্রশ্ন উঠেছে। তিনি ভারতের কোনও ক্রিকেটার নন। তা হলে? সাপোর্ট স্টাফ? এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে। কেউ কেউ তো চিনতে ভুল করে ওই ব্যক্তিকে ভারতীয় ক্রিকেটার ঈশান কিশন বলে ফেলেছেন।
কোহলীর পাশে যাঁকে ছুটতে দেখা যাচ্ছে তাঁর নাম সোহম দেশাই। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচ। কোহলীদের সঙ্গে তিনিও ইংল্যান্ডে গিয়েছেন। রুটদের বিরুদ্ধে নামার আগে সব ক্রিকেটাররা যেন তরতাজা থাকেন সে দিকে নজর দিতে বেশ কয়েক দিন আগে থেকে দলকে নিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি।