সিনেমা থেকে ওয়েব সিরিজ, সবই দেখা যায় ২৫ টাকায়, অ্যাপ তৈরি করে ধৃত উত্তরবঙ্গের তরুণ
- By UJNews24 Web Desk | Last Updated 30-06-2022, 11:04:04:am
বিভিন্ন চ্যানেলের শো, সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজ নিজের তৈরি অ্যাপে দেখিয়ে বেআইনি ভাবে বিপুল অর্থ উপার্জন করার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের এক যুবকের বিরুদ্ধে। একটি নামী চ্যানেলের আনা অভিযোগের ভিত্তিতে সুদীপ সূত্রধর নামে বছর কুড়ির ওই যুবককে সোমবার আটক করে কুমারগ্রাম থানার পুলিশ। শুধু এ দেশের চ্যানেলই নয়, একাধিক পাকিস্তানি চ্যানেলও সুদীপের তৈরি অ্যাপে পাওয়া যেত বলে অভিযোগ। এত কম বয়সে নিজের হাতে অ্যাপ বানিয়ে তিনি যে ভাবে ওই কারবার চালাচ্ছিলেন, তা দেখে হতভম্ব তদন্তকারীরা। মঙ্গলবার তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করানো হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাধারণত স্ট্রিমিং অ্যাপগুলিতে সিনেমা, ধারাবাহিক, ওয়েব সিরিজ দেখতে দর্শকদের গাঁটের কড়ি খরচা করতে হয়। অভিযোগ, সেই সব জিনিস সুদীপের অ্যাপে দেখা যেত মাত্র ২৫ টাকায়। এত কম টাকা খরচ করতে হচ্ছে বলে সুদীপের অ্যাপের গ্রাহক সংখ্যাও দিন দিন বাড়তে শুরু করে। এর জেরে বিপুল লোকসান হয়েছে দাবি করে ওই নামী চ্যানেলের তরফে আলিপুরদুয়ার জেলা সাইবার শাখায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই সংস্থার এক কর্মী বলেন, ‘‘মাস দুয়েক ধরে এই কারবারের খবর পাচ্ছিলাম আমি। আমরা নিজেদের মতো করে তদন্ত করেছি। দেখলাম, বেআইনি ভাবে একটি অ্যাপ তৈরি করে আমাদের শো দেখানো হচ্ছে। আমাদের ভিডিয়ো কোয়ালিটিও একই রয়েছে ওই অ্যাপে। এর পরেই আমরা অভিযোগ দায়ের করি।’’
ওই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সোমবার রাতে বারোবিশা এলাকা থেকে সুদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইটি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের রুজু করা হয়। আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, আইটি আইন মেনে অভিযুক্তকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে আটক করে এক দফা জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এসপি বলেন, ‘‘মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করানো হয় ধৃতকে। এত কম বয়সে ধৃত এই কাজ করেছে মানে তাঁর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁকে কী ভাবে ভাল কাজে লাগানো যায়, আমরা ভেবে দেখব।’’