তোলাবাজ জেলা সভাপতি চাই না! কোচবিহারের ভরা সভায় বললেন তৃণমূলের ব্লক সভাপতি

  • By UJNews24 Web Desk | Last Updated 05-07-2022, 01:09:42:pm

কোচবিহারে একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে আবার প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভরা সভায় তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ‘তোলাবাজ’ আখ্যা দিলেন দলেরই এক ব্লক সভাপতি। কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষও। বর্তমান জেলা সভাপতিকে শীঘ্রই তাঁর পদ থেকে সরানো হতে পারে, এমন ইঙ্গিত দিয়ে তিনি জানালেন, রোগীর মৃত্যুর পর যেমন চার ঘণ্টা পর শংসাপত্র দেওয়া হয়, সে ভাবেই জেলা সভাপতির পদ যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে শোরগোল শুরু হতেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। যদিও এই সব অভিযোগ আর আক্রমণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পার্থপ্রতিম। ঘরের কথা প্রকাশ্যে এনে দলকে এ ভাবে বিড়ম্বনায় ফেলার চেষ্টাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন তিনি।

তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে সোমবার বিকেলের তুফানগঞ্জের কমিউনিটি হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভা থেকে পার্থপ্রতিমকে আক্রমণ করে তুফানগঞ্জ-২ ব্লকের তৃণমূল সভাপতি ধনেশ্বর বর্মণ বলেন, ‘‘জেলা সভাপতি অনেককেই বলেন, আমি তোমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি করব। তোমরা আমাকে তোলা দাও। এই তোলা দিয়ে আমি দল চালাব। এই রকম তোলাবাজ সভাপতি আমরা চাই না। আমাদের লড়াই যেমন বিজেপির বিরুদ্ধে, তেমনই দলের তোলাবাজদের বিরুদ্ধে।’’

ব্লক সভাপতির তোপ-প্রসঙ্গে মুখ খুলেছেন পার্থপ্রতিমও। তিনি বলেন, ‘‘ব্লক সভাপতি কী বলেছেন, আমার জানা নেই। কাউকে দোষারোপ করতে হলে তার জন্য বড় ধরনের প্রমাণ দরকার। এই ধরনের মন্তব্য করে ব্লক সভাপতি দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্যজনক। দলের ভিতরের কথা দলের ভিতরেই বলা উচিত।’’

 

Share this News

RELATED NEWS