কলকাতার সমকামী বিয়ে দেখে বিয়ের পিঁড়িতে বসছেন দেশের ঘোষিত এক মাত্র সমকামী অ্যাথলিট

  • By UJNews24 Web Desk | Last Updated 13-07-2022, 11:28:16:am

তিনি মানেই একের পর এক বিতর্ক। এর মধ্যে তাঁকে নিয়ে সব থেকে বড় বিতর্কটা হয়েছিল তিন বছর আগে। নিজেই ঘোষণা করেছিলেন তিনি সমকামী। সেই স্বগোক্তি জানিয়ে দিয়েছিল, তিনিই ভারতের প্রথম ও এখনও পর্যন্ত এক মাত্র ঘোষিত সমকামী অ্যাথলিট। এ বার বিয়ের পিঁড়িতে বসছেন সেই দ্যূতি চন্দ। যে হেতু এ দেশে সমকামী বিয়ে এখনও আইন-স্বীকৃত নয়, জানেন কোনও সংশাপত্র পাবেন না। কিন্তু এটুকু জানেন, গত ডিসেম্বরে হায়দরাবাদ এবং এই মাসে কলকাতায় সমকামী বিয়ে হয়েছে। বেশ ঢাক-ঢোল পিটিয়েই হয়েছে। আর এগুলো দেখেই দ্যূতি ঠিক করেছেন, ২০২৪ সালের অলিম্পিক্স শেষ হলেই তিনি বিয়ে করে ফেলবেন।

একটি ইংরাজি সংবাদপত্রকে ভারতের এই স্প্রিন্টার বলেছেন, ‘‘আমাদের সম্পর্ককে পরিণতি দেওয়ার ইচ্ছে আছে। কিন্তু আমি এখনও খেলার মধ্যে আছি। বেশির ভাগ সময় বাড়িতেই থাকি না। হয় প্রস্তুতি শিবিরে থাকি, না হলে প্রতিযোগিতার জন্য বাইরে থাকি। তাই আমার সঙ্গিনীকে বলেই দিয়েছি, ২০২৪ অলিম্পিক্স পর্যন্ত অপেক্ষা করতে। ওর মাত্র ২২ বছর বয়স, আমার ২৬। আর দু’-তিন বছর খেলাধুলো করি। তারপর দেখা যাবে।’’

 

Share this News

RELATED NEWS