‘আমি ষড়যন্ত্রের শিকার’, অপসারণের পর মুখোশ নামিয়ে বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ

  • By UJNews24 Web Desk | Last Updated 29-07-2022, 02:51:09:pm

মন্ত্রিত্ব তো গিয়েইছে। দল থেকেও সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কেড়ে নেওয়া হয়েছে যাবতীয় দলীয় পদ। বৃহস্পতিবারের ওই ঘটনাপ্রবাহের পর শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলে দিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার! শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখের মাস্ক (মুখোশ) নামিয়ে পার্থ সংক্ষিপ্ত মন্তব্য করেন, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার।’’

পার্থের ওই মন্তব্য সংক্ষিপ্ত হলেও ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, পার্থ কারও নাম করেননি। ফলে তিনি ‘ষড়যন্ত্র’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তার স্পষ্ট নয়। তিনি কি তাঁকে গ্রেফতারির কথা বোঝাতে চেয়েছেন? নাকি তিনি তাঁর সঙ্গে তৃণমূল যে ‘দূরত্ব’ রচনা করেছে, তার কথা বলতে চেয়েছেন? পার্থ তা স্পষ্ট করেননি। স্পষ্ট করেননি বলেই দ্রুত জল্পনা শুরু হয়ে গিয়েছে। কাকে ‘দায়ী’ করতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন পদাধিকারী!

পার্থ যে ভাবে মুখের মাস্ক নামিয়ে কথাটি বলেছেন, তাতে এটা স্পষ্ট যে, তিনি চেয়েছিলেন, যাতে উপস্থিত সকলে (সংবাদমাধ্যমের প্রতিনিধিরা-সহ) তাঁর কথাটা শুনতে পান। সেই সূত্রেই বিরোধী শিবিরের একাংশের দাবি, পার্থ ‘মুখোশ’ নামিয়ে কথা বলছেন। অর্থাৎ, তিনি এর পর আর ‘রেখেঢেকে’ বা ‘আড়াল’ করে কিছু বলবেন না। অর্থাৎ, তিনি এর পর দলের আরও অন্য অনেকের নাম নিতে পারেন। বিশেষত, তিনি যখন ষড়যন্ত্রের তত্ত্ব এনেই ফেলেছেন। পক্ষান্তরে, তৃণমূলের দাবি, এই দুর্নীতির ‘পাপ’ পার্থ ঘাড়ে করে এনেছেন। তাঁকেই এর ‘দায়’ বহন করতে হবে। এখন প্যাঁচে পড়ে তিনি এই তত্ত্ব দিচ্ছেন। দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘‘ষড়যন্ত্র হলে পাঁচ দিন পরে বলছেন কেন! ষড়যন্ত্র হলে তিনি আদালতে গিয়ে তা প্রমাণ করুন না হয়!’’

 

Share this News

RELATED NEWS