পদ্মায় জাল ফেলতেই উঠল ১৫ কেজির পাঙাশ মাছ, বিক্রি হল ১৮ হাজার টাকায়

  • By UJNews24 Web Desk | Last Updated 23-08-2022, 11:50:40:am

সপ্তাহের আর পাঁচটা দিনের মতোই পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন কৃষ্ণ হালদার নামে এক মৎস্যজীবী। কিন্তু, সোমবার সকালে পদ্মার জলে জাল ফেলে রীতিমতো ‘লক্ষ্মীলাভ’ করলেন তিনি। জাল তোলার পর দেখলেন, ধরা পড়েছে বিশালাকার পাঙাশ মাছ।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, ওই পাঙাশ মাছটির ওজন প্রায় ১৫ কেজি। সপ্তাহের শুরুতেই এমন ভাবে তাঁর ভাগ্য ফিরবে, ভাবেননি কৃষ্ণ। পরে ওই মাছটি ১৮ হাজার টাকায় কিনেছেন এক ব্যবসায়ী।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ওই মাছটি ধরেন পাবনার মৎস্যজীবী কৃষ্ণ। অনেক দিন পর এত বড় পাঙাশ মাছ পেয়ে যরপরনাই খুশি ওই ব্যক্তি। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে যান তিনি। সেখানে চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ী এক হাজার ১৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ২৫০ টাকায় মাছটি কেনেন।

 

Share this News

RELATED NEWS